নতুন পোষ্টের বিজ্ঞপ্তি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন!

জানুন সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম কত বাংলাদেশে

সাবমারসিবল ওয়াটার পাম্প

বর্তমান সময়ে সাবমারসিবল পাম্প নিয়ে সর্বাদিক জিজ্ঞাসিত প্রশ্নগুলোর একটি হচ্ছে সাবমারসিবল পাম্পের দাম কত? আজকের এই পোস্টে সাবমারসিবল পাম্প নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা দেবো। তবে ভালো লাগলো এটা জেনে যে সাবমারসিবল একটা কৃষি যন্ত্র অথবা এটা সর্বাধিক ব্যবহৃত হয় কৃষি কাজে। সাধারণত এই জিনিসগুলো নিয়ে মাঠ পর্যায়ে বা অফলাইনে খোঁজ হয়। আমাদের কৃষকরা এখন অনলাইনে বা ইন্টারনেট জগতেও কৃষিকাজের সাহায্য  নিচ্ছে।

সাবমারসিবল পাম্পে কোন নির্দিষ্ট দাম নেই।  বাংলাদেশের অনেক কোম্পানি সাবমারসিবল পাম্প তৈরি করে। সাবমারসিবল পাম্প অনেক সাইজের হয়। ১ এইস পি থেকে ৭ এইস পি সাইজের সাবমারসিবল পাম্পও আছে। বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিভিন্ন কোয়ালিটির হয়। এবং সাবমারসিবল পাম্পের দামও সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। এই পোস্টের মধ্যে আমরা প্রায় সব ধরনের সাবমারসিবল পাম্প এবং সব কোম্পানির সাবমারসিবল পাম্প নিয়ে তথ্য শেয়ার করব। 

এসিআই সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম বাংলাদেশে

বাংলাদেশের মোটর কোম্পানিগুলোর মধ্যে এসিআই অন্যতম একটি কোম্পানি। এসিআই কোম্পানির অনেক ধরনের প্রোডাক্ট আছে। এসআই কোম্পানির প্রায় সব দিক থেকে এগিয়ে যাচ্ছে এবং মোটর এর দিকেও এসিআই অনেক এগিয়ে আছে। মোটর বলতে শুধুমাত্র সাবমারসিবল ওয়াটার পাম্প না, পানি সেচের মেশিন এবং অন্যান্য অনেক কৃষি যন্ত্র তৈরি করে।  এবং এসিআই কৃষকের স্বার্থে অন্যান্য কোম্পানির সাথে মিলে অনেক যন্ত্রপাতি আমদানি করে, তার মধ্যে হারভেস্টার ধান কাটার মেশিন অন্যতম। 

বাকি কোম্পানিগুলোর মতোই এসিআই নিজস্ব অনেকগুলো মডেলের সাবমারসিবল ওয়াটার পাম্প আছে। এসিআই কোম্পানির প্রায় ২০টির উপরে Submersible Water Pump আছে। নিচে এসিআই কোম্পানির বেশ কয়েকটি মডেলের সাবমারসিবল পাম্পের মডেল ও দাম দেওয়া হলো। 

নংমডেলএইচপি(hp)দাম
ACI-4Sm-0.5-6/5০.৫৯,৭৮০৳
ACI-3Sm-1.0-3/21 (S) New*১০৮৩০
ACI-4Sm-2.0-16/6)১৫৮০০
ACI-6Sm-3.0-25/2২৬২৫৭
ACI6-500B-502-SP৫.৫৬০৫০০

গাজী সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম বাংলাদেশে

সাবমারসিবল পাম্পের জন্য অথবা অন্যান্য সকল মোটর যন্ত্রের জন্য গাজী কোম্পানিও অনেক ভালো সার্ভিস দেয়। মোটর যন্ত্র তৈরীর শীর্ষস্থানীয় কোম্পানি গুলোর মধ্যে গাজী অন্যতম।

মোটর যন্ত্র বা ইলেকট্রনিক যন্ত্র ছাড়াও গাজী সার বা অন্যান্য কৃষিকাজের প্রয়োজনীয় জিনিস তৈরি করে থাকে। সেদিক থেকেও গাজী অনেক এগিয়ে আছে। এক কথায় গাজী মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

মডেলক্ষমতা (Hp)দাম
3SDM-3.5-60.337300
3SDM-3.5-90.508400
3SDM-3.5-160.7510800
4SDM-6121.513000
SDM-10-102.013950

এখানে থাকা তথ্য গুলোর সাথে আপনার এলাকার ডিলারের দামের মিল পাবেন না। কেননা, এগুলো সময় এবং স্থান অনুযায়ী পরিবর্তন হবে।

আপনার কাছে অনুরোধ
আমি আপনাদের কাছে নিয়মিত সেরামানের কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করছি। দয়া করে একটি বিজ্ঞাপনে ক্লিক করে ২০ সেকেন্ড দেখুন এবং আমাদের সাহায্য করুন।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.