বাসমতি চালের দাম কতো বাংলাদেশে | বাসমতি চালের দাম ও আসল চাল চেনার উপায়

বাসমতি চালের দাম

খাবার প্রেমী বাঙালী হিসাবে আমরা অনেক রকমের খাবার খেয়ে থাকি। বিশ্বের অন্য সব দেশের থেকে বাঙালীরা খাবার নিয়ে একটু অন্যরকম কৌতূহলী। আমাদের দেশের প্রধান খাবার হচ্ছে ভাত। ভাত তৈরি হয় চাল থেকে। চাল দিয়ে আমাদের দেশে শত শত রেসিপি আছে। এসব রেসিপিকে আরো সুস্বাদু এবং মজাদার করতে অনেক জাতের চাল ব্যবহার করা হয়। তার মধ্য বাসমতি চাল অন্যতম।

বাসমতি চালের উপকারিতা আছে এবং এই চালের সুন্দর ঘ্রাণের জন্যই এটা অনেকের কাছে প্রিয়। এই চালের জনপ্রিয়তা বাড়ার কারণেই আজকে মানুষ অনলাইনে বাসমতি চালের দাম জানতে চাই। তবে এই চালের দাম সম্পর্কে জানানোর আগে এই চাল সম্পর্কে কিছু জিনিস জেনে রাখা ভালো। আমি যে তথ্য গুলো জানি সেটা আপনাদের জানাবো।

বাসমতি চাল দিয়ে কি কি রান্না করা যায়? 

১/ ভাত
২/ বিরিয়ানি
৩/ সীতাভোগ
৪/ পোলাও
৫/ কাচ্চি বিরিয়ানি
৬/ চিকেন বিরিয়ানি
৭/ বাসন্তী পোলাও
৮/ জর্দা/জর্দা ভাত
৯/ জর্দা পোলাও 

এখানে থাকা বাসমতি চালের রেসিপি লিষ্টের বাহিরেও অনেক অনেক খাবার এর নাম পাওয়া যাবে যেটা বাসমতি চাল দিয়ে তৈরি করা হয়। হোটেল গুলোতে এই চাল বেশি ব্যবহার করা হয়। এর কারণে এই সুগন্ধি চালের দাম ও অনেক।

বাসমতি সুগন্ধি চালের দামঃ

বাসমতি চাল বর্তমান বাজারে অনেক কোম্পানি দিয়ে থাকে। একেক কোম্পানির এই চালের দাম একেক রকম। যেমন Pran বাসমতি চাল ১ কেজি এর দাম ৩২৫৳। বাংলাদেশে আরো ভালো ভালো কোম্পানি এই চাল দিয়ে থাকে। এখানে বেশ কিছু ১, ৫ ও ২৫ কেজি চালের দাম জানানো হলো। 

১ কেজি বাসমতি চালের দামঃ 

Fortune বাসমতি চালঃ

  • ১ কেজি Fortune চালের দামঃ ৩৭০৳ 
  • ১ কেজি Fortune চালের প্যাকেট রেটিং ৮/১০
  • ১ কেজি Fortune বাসমতি চালের রেটিং ৪.৬/৫ 

Jazza বাসমতি চালঃ

  • ১ কেজি jazza চালের দাম ৩৪০৳
  • jazza ১কেজি চালের  প্যাকিং রেটিং ৫/১০
  • ১ কেজি jazza চালের রেটিং ৪.৮/৫ 

Empire বাসমতি চালঃ

  • ১ কেজি Empire চালের দাম ৩৫৭ টাকা
  • Empire চালের প্যাকেট রেটিং ৮/১০
  • Empire চালের রেটিং ৪.৯/৫ 

৫ কেজি বাসমতি চালের দামঃ 

সাগর বাসমতি চালঃ

  • ৫ কেজি সাগর চালের দাম ৪৭২৳
  • সাগর চালের প্যাকেট রেটিং ৭/১০
  • সাগর চালের রেটিং ৩/৫

কোহিনূর বাসমতি চালঃ

  • ৫ কেজি কোহিনূর চালের দাম ১৯৫০৳
  • কোহিনূর চালের প্যাকেট রেটিং ৯/১০
  • কোহিনূর চালের রেটিং ৪.৯/৫

Sheha বাসমতি চালঃ

  • ৫ কেজি Sheha চালের দাম ১৩২০৳
  • Sheha চালের ব্রান্ডঃ ডিসকভারি
  • Sheha চালের রেটিং ৪/৫ 

২৫ কেজি বাসমতি চালের দামঃ

পলাশ বাসমতি চালঃ

  • ২৫ কেজি পলাশ চালের দাম ২৬০০৳
  • বস্তায় থাকবে, ভালোই বলা যায়। 
  • পলাশ বাসমতি চালের রেটিং ৪.২/৫
এখানে বেশ কিছু কোম্পানি এবং ব্রান্ডের এই সুগন্ধি চালের দাম দেওয়া আছে। যদি আরো ভালো কোন কোম্পানি এখান থেকে বাদ পরে তা হলে কমেন্টে বলতে পারেন। এছাড়া এখানে থাকা চালের দাম গুলো অনলাইনে বিভিন্ন ই-কমার্স সাইট থেকে নেওয়া। তাই দাম কিছুটা কম বেশি হতে পারে।

বাসমতি চাল উৎপাদনঃ

বাসমতি চাল উৎপাদন নিয়ে অনেক সমালোচনা আছে। ভারত, পাকিস্তান ও বর্তমানে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এই চালের সফল চাষ হয়। তবে এই চাল চাষের শুরু নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে অনেক বিবাধ আছে। তাদের এই সমস্যা এখন আন্তর্জাতিক পর্যায়ে।

বাংলাদেশে বাসমতি চাল আমদানি রপ্তানিঃ

ময়মনসিংহ সহ আরো ২-৩ টা জিলাতে বাসমতি চাল উৎপাদন হয়। তবে এই চাল দিয়ে দেশের চাহিদা মিটেনা। তাই বাংলাদেশ থেকে বাসমতি চাল রপ্তানি করা যায়না। বাসমতি চালের চাহিদা থাকায় ভারত এবং বাংলাদেশে এই চাল আমদানি করতে হয়।

আসল নকল বাসমতি চাল চিনার উপায়ঃ

আসল নকল বাসমতি চাল চিনতে হলে আপনাদের জানতে হবে বাসমতি চাল কেমন। বাসমতি চালের প্রধান বৈশিষ্ট্য এটার সুঘ্রাণ অনেক। বাসমতি চাল ২ জাতের বাসমতি চালের রং থাকবে একদম সাধা অথবা বাদামি। বর্তমানে বাজারে অনেক নকল বাসমতি চাল আছে।

পোষ্ট বিবরণঃ বাসমতি চালের দাম নিয়ে আপনাদের অনেক আগ্রহ। তাই আমি এখানে বেশ কিছু কোম্পানির চালের দাম দিয়েছি। এখানে থাকা সকল প্রডাক্টের রিভিউ বিভিন্ন মাধ্যম থেকে কাষ্টমারদের রিভিউ অনুযায়ী দেওয়া হয়ছে।
পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url