নতুন পোষ্টের বিজ্ঞপ্তি পেতে চাইলে সাবস্ক্রাইব করুন!

অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নিন মজাদার চিকেন ফ্রাই রেসিপি

চিকেন ফ্রাই রেসিপি

মুরগি দিয়ে বানানো সুস্বাদু চিকেন ফ্রাই রেসিপি দেখলেই সবার চোখ জুড়িয়ে যায়। শুধু চোখ নয় সাথে জিভেও চলে আসে পানি। ছোট-বড় সবাই এই সুস্বাদু চিকেন ফ্রাইতে মুগ্ধ। তাই ছোট খিদের বড় সমাধান হতে পারে সুস্বাদু চিকেন ফ্রাই রেসিপি।

সাধারণত আমাদের আশেপাশের বিভিন্ন ফাস্টফুড কর্নার থেকেই চিকেন ফ্রাই খাওয়া হয়ে থাকে। তবে আমরা ঘরে তৈরি করতে চাইলেও খেতে সুস্বাদু হবে না ভেবে, অনেকেই তৈরি করার সাহস পান না।

তাই যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন, তারা চাইলেই মাত্র ১৫ মিনিটে ঝটপট তৈরি করে খেতে পারবেন মজাদার এই পদটি।

বিকেলের নাস্তা থেকে শুরু করে ভারি খাবারের সঙ্গে এমনটি অতিথি আপ্যায়নেও চাইলে এখন ঝটপট তৈরি করতে পারবেন মজাদার চিকেন ফ্রাই। তাহলে আর দেরি কেন, জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির লেগ পিস আধা কেজি
২. ময়দা ১ টেবিল চামচ
৩. কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
৪. আদা বাটা ১ চা চামচ
৫. রসুন বাটা আধা চা চামচ
৬. লাল মরিচের গুড়ো ১ টেবিল চামচ
৭. ধনে গুঁড়ো ১ চা চামচ
৮. জিরা গুঁড়ো আধা চা চামচ
৯. গরম মসলার গুঁড়ো আধা চা চামচ পরিমাণ
১০. জর্দা রং এক চিমটি
১১. লবণ স্বাদমতো
১২. ডিম ১টি ফেটানো
১৩. টকদই ১ টেবিল চামচ পরিমাণ

পদ্ধতি

প্রথমে চিকেনের পিসগুলো ধারালো ছুরি বা বটি দিয়ে ছোট ছোট আঁচড় কেটে নিতে হবে। এরপর পাতলা কোনো কাপড় কিংবা চিকেন টিস্যু দিয়ে মাংসগুলো ভালো করে মুছে নিতে হবে, যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে।

এরপর চিকেনের মধ্যে আদা-রসুন বাটা, কর্ন ফ্লাওয়ার, ময়দা, টক দই এবং সবগুলো গুড়ো মসলা দিয়ে মাংস মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে তার মধ্যে ফেটানো ডিমও ঢেলে দিতে হবে। আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে; যেন সবগুলো মাংসের পিসের মধ্যে মসলা ভালোভাবে ঢুকে যায়।

এবার ফ্রাইপেনে তেল গরম করে নিতে হবে। এরপর চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টো-পাল্টে ভেজে নিতে হবে। পাত্রে থেকে যাওয়া বাকি মসলাগুলো ফেলে দেবেন না। ১০ মিনিট ধরে চুলার আঁচ অল্প রেখে সেদ্ধ করে ভেজে নিতে হবে।

এ সময়ে চিকেন মচমচে হবে না, শুধু সেদ্ধ হবে। যদি হাড়গুলো মাংস থেকে কিছুটা আলাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো থেকে তেল ঝরিয়ে আগের সেই মসলার বাটিতে তুলতে হবে।

অবশিষ্ট মসলা দিয়ে আবার মাখিয়ে চিকেনের পিচগুলো ভালোভাবে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর চুলার সর্বোচ্চ হিটে তেল গরম করে তার মধ্যে দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। চুলার হিট না কমিয়ে তিন থেকে চার মিনিট ধরে ভাজতে হবে।

চিকেনের রং গাঢ় বাদামি হয়ে আসলে তা নামিয়ে নিতে হবে। ফ্রাইপ্যান থেকে তুলে চিকেন ফ্রাই থেকে তেল ঝরিয়ে নিতে হবে। এবার ভাজা চিকেনগুলো একেবারে মচমচে হয়ে যাবে। চাটনি বা সস দিয়ে পরিবেশন করে পরিবারসহ উপভোগ করুন মজাদার চিকেন ফ্রাই।

আপনার কাছে অনুরোধ
আমি আপনাদের কাছে নিয়মিত সেরামানের কন্টেন্ট শেয়ার করার চেষ্টা করছি। দয়া করে একটি বিজ্ঞাপনে ক্লিক করে ২০ সেকেন্ড দেখুন এবং আমাদের সাহায্য করুন।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.