১ মিটার সমান কত ইঞ্চি বা ১ মিটারে কত ইঞ্চি জেনে নিন আজই।

১ মিটার সমান কত ইঞ্চি

১ মিটার সমান কত ইঞ্চি এটা সম্পর্কে জানতে প্রতিনিয়ত মানুষ গুগলে সার্চ করে থাকেন। ১ মিটার সমান কত ইঞ্চি সহ এই পরিমাপগুলো আমাদের জেনে রাখা খুবই জরুরী। কারণ জীবনের কোন না কোন সময় এগুলোর দরকার পড়বেই। হোক সেটা চাকরি জীবন কিংবা ছাত্রজীবন। সব ক্ষেত্রেই এই পরিমাপগুলোর দরকার পড়বে আমাদের। তাই আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা ১ মিটার সমান কত ইঞ্চি সহ মিটার এবং ইঞ্চি নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে পারবেন। যা আপনাদের জেনে রাখা খুবই জরুরী। তাই চলুন জেনে নেওয়া যাক।

১ মিটার সমান কত ইঞ্চি

এক মিটার সমান কত ইঞ্চি সেটা জানার আগে চলুন জেনে নেওয়া যাক ইঞ্চি এবং মিটার এর ইতিহাস ও ইঞ্চি,মিটার সমন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

মিটার

ধারণা করা হয় মিটারের ব্যবহার শুরু হয়েছে ১৭৯৩ সাল থেকে। ফরাসি বিপ্লবের সময়, একটি নতুন দশমিক-ভিত্তিক ওজন ও পরিমাপ ব্যবস্থা তৈরির প্রস্তাব করা হয়েছিল। এই ব্যবস্থার অংশ হিসেবে, মিটারকে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দূরত্বের এক কোটি ভাগের এক ভাগ হিসেবে সংজ্ঞায়িত করা হয় অতঃপর মিটারকে ফ্রান্সের সরকারী একক হিসেবে গ্রহণ করা হয়েছে ১৭৯৯ সালে। 

১৯৮৩ সালে, মিটারকে এক সেকেন্ডের ২৯ কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫৮ ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। সহজভাবে বলতে গেলে, পৃথিবীর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের ১/৪০০০ ভাগকে এক মিটার বলা হয়।

ইঞ্চি

ধারণা করা হয় ইঞ্চির ব্যবহার শুরু হয়েছে প্রাচীন রোমের সময় থেকে। তবে ইঞ্চির সংজ্ঞা বহুবার পরিবর্তন করা হয়েছে। প্রাচীন রোমানরা তাদের আঙ্গুলের প্রস্থ ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত। তাদের “pollex” নামক একটি শব্দ ছিল যার অর্থ “আঙ্গুল”। এবং ১৮ শতকে, শিল্প বিপ্লবের সময়, আরও সুনির্দিষ্ট পরিমাপের প্রয়োজন দেখা দেয়। ১৭৫৮ সালে, ব্রিটিশ সংসদ এক ইঞ্চিকে ১/৩৬ গজ হিসেবে সংজ্ঞায়িত করে। সবশেষে ১৯৫৯ সালে, আন্তর্জাতিক একক ব্যবস্থা (SI) গ্রহণের সাথে সাথে, ইঞ্চিকে ২.৫৪ সেন্টিমিটার হিসেবে সংজ্ঞায়িত করা হয়। যা এখনো ব্যবহার করা হয়ে থাকে।

১ মিটারে কত ইঞ্চি?

উত্তর হলো: এক মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি

মিটার থেকে ইঞ্চিতে রূপান্তর করার সূত্র হলো: 

ইঞ্চি = মিটার * ৩৯.৩৭

উদাহরণ: ১ মিটার * ৩৯.৩৭ = ৩৯.৩৭ ইঞ্চি

প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে এক মিটার সমান কত ইঞ্চি আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন। একই সাথে ইঞ্চি এবং মিটার এর ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য আপনাদের জানাতে পেরেছি। আরো এমন সব আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখুন।

আরও পড়ুন ১ কুইন্টাল সমান কত কেজি ও ১ কুইন্টাল কি জানুন আজই জানুন