হাঁস সম্পর্কে টিপস সঠিক ও কার্যকরী নিয়মগুলো জেনে নিন আজ
হাঁস সম্পর্কে টিপস জানতে প্রতিনিয়ত মানুষ অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। হাঁস পালনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের সতর্ক থাকতে হয়। এবং খুব ভালোভাবে পরিচর্যা করতে হয়। তাই আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন হাঁস সম্পর্কে টিপস এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য।
হাঁস সম্পর্কে টিপস
হাঁস পালন খুব বেশি কঠিন কাজ না হলেও হাঁসের পরিচর্যা বেশ কঠিন। পরিচর্যার অভাবে অনেকে হাঁস পালন করেও লাভের মুখ দেখেন না। হাঁস পালনে ভালো ফলাফল পেতে হলে অবশ্যই সঠিক নিয়মের সঠিক পদ্ধতিতে হাঁস পালন করতে হবে। অনেকেই হাঁস পালন করে নিজের প্রতিবেশী দের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন। হাঁস পালন করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে হাঁস বেশি গরম সহ্য করতে পারেনা। যার ফলে আপনাকে আশেপাশে পুকুর বা নালা রয়েছে এমন জায়গায় হাঁস পালন করতে হবে। অথবা নিজে হাঁস পালন করার জন্য গর্ত করে ছোট পুকুর বানিয়ে নিতে পারেন। যাতে করে হাঁস পানিতে থাকতে পারে। হাঁস পানিতে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করে। তাই এ বিষয়টি আপনাকে মাথায় রেখেই হাঁস পালন করতে হবে।
হাঁস পালনের নিয়ম
হাঁস পালন করার জন্য সবথেকে উপযোগী হচ্ছে গ্রাম। কারণ গ্রামে অহরহ পুকুর, খাল, বিল থাকে। যা হাঁস পালনের জন্য খুবই উপযোগী। হাঁস পানিতে থাকতে বেশি পছন্দ করে তা আমরা সকলেই জানি হাঁস পানিতে বেশি থাকলে আরো একটি সুবিধা হচ্ছে। হাঁস পানি থেকে ছোট মাছ, কচুরিপানা, শামুক সহ আরো অনেক খাবার খেতে পারে। যার ফলে আপনার হাঁসের খাবার অনেক কম লাগবে।
হাঁস গরম একদমই সহ্য করতে পারে না। যার ফলে হাঁস বেশি সময় পানিতে থাকে। তাই আপনার আশেপাশে যদি কোন রকম পুকুর বা নদী না থাকে সেক্ষেত্রে হাঁস পালনের লসের মধ্যে পড়তে পারেন। কেননা উষ্ণ জায়গায় হাঁস পালন করলে অনেক হাঁস মারা যেতে পারে। যে আপনাকে ক্ষতির সম্মুখীন করবে। এছাড়াও হাঁস পানিতে থাকলে হাঁসের রোগ বালাই অনেক কম হয়। হাঁস চাষের জন্য একটি পুকুর বা নদী থাকা খুবই জরুরী। তবে এমনটা বলা যাবে না আশেপাশে পুকুর বা নদী না থাকলে হাঁস পালন করা যাবে না। এগুলো ছাড়াও হাঁস পালন করা সম্ভব কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু বেশি খরচ করতে হবে। যেমন হাঁস যদি নদী বা পুকুরে না যায় খাবার বেশি লাগবে। হাঁসের বিভিন্ন রোগবালাই হতে পারে এক্ষেত্রে রোগবালাইয়ের জন্য আপনাকে প্রয়োজনীয় ঔষধ কিনতে হবে। অনেক ক্ষেত্রে হাঁস মারা যেতে পারে। তাই হাঁস পালনের জন্য একটি সঠিক জায়গা নির্বাচন করা খুবই জরুরী।
হাঁসের রোগ
আমরা সকলেই জানি সব প্রাণীরই কমবেশি রোগ হয়ে থাকে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে অন্যান্য প্রাণীর তুলনায় হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। যার ফলে হাসের রোগ খুবই কম হয়। তবে হাঁস যদি পানির নাগাল না পায় বা আশেপাশে কোন পুকুর বা নদী,নালা না থাকে সেক্ষেত্রে হাঁসের রোগ হতে পারে। অন্যথায় হাঁসের রোগ খুব কম হয়। এরমধ্যে হাঁসের যে রোগ হয়ে থাকে সেটি হচ্ছে চোখে ইনফেকশন। হাঁস পালন করলে অনেক সময় দেখা যায় হাঁসের চোখে ইনফেকশন হয়ে যায়। এটির জন্য ড্রপ কিনতে পাওয়া যায়। তাই হাসের চোখে ইনফেকশন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ড্রপ ব্যবহার করতে হবে। হাঁসের আরেকটি রোগ হচ্ছে ডায়রিয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁসের আমেষা হয়ে ডায়রিয়া হয়ে থাকে। এমনকি অনেক সময় হাসে ঠান্ডা ও লাগতে পারে। যা হাঁসের চলাচল ও আচরণ দেখলেই বুঝতে পারবেন। এগুলো হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
হাঁসের বাচ্চা সংগ্রহের স্থান
হাঁস পালনে তুলনামূলক বেশি লাভ হয় অনেকেই বড় পরিসরে হাঁস পালন করার কথা ভাবেন। তাই আপনার বড় খামারের জন্য কোথা থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন এটা সম্পর্কে জানেন না। আমাদের দেশে অনেক জায়গায় হাঁসের বাচ্চা পাওয়া যায়। তবে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব উল্লেখযোগ্য তিনটি স্থানের যেখান কে আপনি হাঁস পালনের জন্য বাচ্চা সংগ্রহ করতে পারবেন। সেগুলো হলো :
- খুলনার দৌলতপুরের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার
- নওগাঁ জেলার আঞ্চলিক হাঁস প্রজনন খামার
- নারায়ণগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্র
উপরে উল্লেখিত জায়গা থেকেই যে আপনাকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে হবে এমনটা নয়। আমাদের দেশে বর্তমানে অনেক জায়গায় হ্যাচারী রয়েছে। আপনি চাইলে আপনার নিকটস্থ হ্যাচারী থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন। তবে অবশ্যই আপনাকে বাচ্চা কেনার আগে যাচাই-বাছাই করে কিনতে হবে। কারণ হাঁস পালনে ভালো ফলাফল এর জন্য অবশ্যই ভালো মানের এবং ভালো জাতের বাচ্চার প্রয়োজন। বাচ্চা যেনো সুস্থ সবল হয় তাই দেখেশুনে হাঁসের বাচ্চা কিনুন।
হাঁসের বাচ্চার দাম জাত এবং পরিবেশ অনুযায়ী ৩০ থেকে ৪০ টাকার মধ্যে হয়ে থাকে। এবং অনেক সময় এটা আরো কম বেশি হতে পারে। তবে বেশি সংখ্যক হাঁসের বাচ্চা কিনলে আপনি তুলনামূলক কম দামে পেয়ে যাবেন। বড় হাঁসের দাম ৩০০ থেকে ৪০০ টাকা কেজি হয়ে থাকে।
প্রিয় পাঠক আশা করি আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে হাঁস সম্পর্কে টিপস এবং হাঁসের পরিচর্যা সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন। হাঁস সম্পর্কে টিপস সহ আরো প্রয়োজনীয় সকল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আরও পড়ুন – হাঁস পালন পদ্ধতি সম্পর্কে সঠিক নিয়মগুলো জেনে রাখুন আজই