মজা পুকুর সংস্কারের জন্য আবেদন করুন চেয়ারম্যান এর কাছে।

মজা পুকুর সংস্কারের জন্য আবেদন

আমরা সবাই জানি মজা পুকুর সংস্কারের জন্য আমাদের আবেদনপত্র/দরখাস্ত লেখার গুরুত্ব অপরিসীম। এলাকার চেয়ারম্যানের কাছে মজা পুকুর সংস্কারের জন্য আবেদন বা দরখাস্ত লিখতে হয় মাঝেমধ্যেই? আর এজন্য আমাদের অনেকেরই অনলাইনে বিভিন্ন দরখাস্তের ফরম্যাট খুজতে হয়। আর তাই আজকের এই পোষ্ট আপনাদের জন্য নিয়ে আসলাম, আরও অনেক পোষ্ট পেতে আমাদের গুগল নিউজ ফলো করতে পারেন।

মজা পুকুর সংস্কারের জন্য আবেদন পত্র লেখার সঠিক নিয়ম?

  • তারিখটি প্রথমে পৃষ্ঠার উপরের বাম দিকে লিখতে হবে। (উদাহরণস্বরূপ, তারিখ: ০৬-০২-২০..)
  • তারিখের সাথে, নীচে প্রাপকের নাম/পদবী লিখুন। (যেমন, আবেদনপত্র লেখা ব্যক্তির নাম/পদবী)
  • তারপর প্রাপক বা প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা টাইপ করুন।
  • পরবর্তী, সংক্ষেপে অ্যাপ্লিকেশনের মূল বিষয়বস্তু।
  • পরবর্তী, আপনাকে অবশ্যই একটি ব্যাখ্যা সহ অনুরোধের কারণগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে আপনি মূল বিষয়বস্তু উল্লেখ করবেন।
  • সম্পূর্ণ বিবরণের শেষে, নীচে “বিনীত নিবেদক” শব্দগুলি লিখুন এবং স্পষ্টভাবে আপনার নাম এবং ঠিকানা লিখুন।
  • আবেদনটি অবশ্যই একটি খামে ঢুকিয়ে প্রাপকের কাছে পাঠাতে হবে।

বাংলায় মজা পুকুর সংস্কারের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

  • আবেদনপত্র/দরখাস্ত সর্বদা এক পৃষ্ঠায় লিখতে হবে।
  • আবেদনপত্র/দরখাস্ত লেখার পাতায় কোন মার্জিন দেয়া যাবে না। (এটি আবেদনপত্র/দরখাস্তের সৌন্দর্য নষ্ট করে)।
  • আবেদনপত্র/দরখাস্তের উপর কোন কাঁটাছেড়া লেখা থাকা উচিত নয়।
  • বানানের প্রতি বিশেষ মনোযোগ দিন। বানান অবশ্যই ভুল করবেন না।
  • অনুগ্রহ করে দরখাস্ত/আবেদনে অপ্রয়োজনীয় শব্দ লিখবেন না। মূল সমস্যাটি সংক্ষিপ্ত করার চেষ্টা করুন।
  • স্পষ্ট ও সহজ ভাষায় দরখাস্ত/আবেদনপত্র লিখুন, যাতে যে কেউ সহজেই পড়তে পারে। কারণ এই ধরনের পত্রে অগোছালো লেখাকে প্রাধান্য কম দেয়া হয়।

মজা পুকুর সংস্কারের জন্য আবেদন লেখার নিয়ম

তারিখঃ- ২৮-০৬-২০–

বরাবর,
মাননীয় চেয়ারম্যান,
“খ” ইউনিয়ন পরিষদ,
থানার নাম, জেলার নাম

বিষয় :- (আপনার এলাকার নাম লিখুন) পুকুর সংস্কারের জন্য আবেদন ।

জনাব,

সবিনয়ে নিবেদন এই যে, (আপনার এলাকার নাম লিখুন) গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি (পুকুরের নাম লিখুন) পুকুরটি দীর্ঘদিন যাবৎ হাজামজা হয়ে পড়ে আছে। বহুদিন অব্যবহৃত থাকায় পুকুরটিতে ময়লা-আবর্জনা ও কচুরিপানার জঙ্গলে পরিণত হয়েছে। ফলে এটি যেমন মশামাছি, সাপখোপের আখড়ায় পরিণত হয়েছে, তেমনি এলাকায় বাতাসে দুর্গন্ধও ছড়িয়ে পড়েছে। অথচ এ পুকুরটি সংস্কার করে সেখানে মৎস্য চাষ করা হলে সরকার যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে, তেমনি এলাকার পরিবেশও নির্মল হবে। অতএব জনস্বার্থ বিবেচনা করে (পুকুরের নাম লিখুন) পুকুরটি আশু সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

আবেদনকারী

এলাকাবাসীর পক্ষে, আপনার বিশ্বস্ত

নাম :-

গ্রামের নাম :-

নাম্বার :-

(উপজেলা, থানার নাম লিখুন)

———–

স্বাক্ষর

 

আমাদের মাঝে অনেকে আছে যারা কিনা অনেক সময় নিয়ে পড়তে পছন্দ করে না অথবা বিভিন্ন সমস্যার কারণে তারা অনেক সময় দিয়ে পড়তে পারেনা এবং ধাপগুলো অনুসরণ করতে পারে না। তাদের কথা চিন্তা করে একটি ছবি দেওয়া হলো। আপনারা এই ছবি অনুসরণ করে দরখাস্ত লিখে সেটা চেয়ারম্যানের কাছে জমা দিতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো চেয়ারম্যানের কাছে বলতে পারেন।
 

আরও পড়ুন – সহজেই চেয়ারম্যান এর কাছে পত্র বা দরখাস্ত লেখার নিয়ম?